সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তার অভিনয় জীবনে এগিয়ে যাওয়ার পেছনে সংবাদমাধ্যমের অবদান থাকার কথাও স্বীকার করেন তিনি।
‘শারীরিক অসুস্থতা’ নিয়ে হাসপাতালে যাওয়ার পর আলোচনায় আসা অভিনেত্রী তানজিন তিশা এবার সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন।
শারীরিক অসুস্থতার পাশাপাশি ব্যক্তি জীবনের নানান ভিত্তিহীন খবরে ‘পাজলড’ হয়ে তিনি সাংবাদিকদের নিয়ে মন্তব্য করেছিলেন বলে এতে দাবি করেন।
তবে শনিবার দুপুরে পোস্টটি মুছে দিয়েছেন তানজিন তিশা। তিন ঘণ্টা পর্যন্ত পোস্টটি তার ফেইসবুকে দেখা যায়। ক্ষমা চাওয়ার পাশাপাশি তার অভিনয় জীবনে এগিয়ে যাওয়ার পেছনে সাংবাদিকদের অবদান থাকার কথাও স্বীকার করেন তিনি।
হঠাৎ অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। পরদিন বিকালে সুস্থ হয়ে বাসায়ও ফেরেন। মাঝের সময়টুকুতে সামাজিক মাধ্যমে রটে যায় ‘প্রেম বিষয়ক ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন’ তিনি। এ নিয়ে সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। পরে তিনি এটি অস্বীকার করেন।হঠাৎ অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। পরদিন বিকালে সুস্থ হয়ে বাসায়ও ফেরেন। মাঝের সময়টুকুতে সামাজিক মাধ্যমে রটে যায় ‘প্রেম বিষয়ক ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন’ তিনি। এ নিয়ে সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। পরে তিনি এটি অস্বীকার করেন।
বাসায় ফেরার পর ফেইসবুকে পোস্টে তিশা সেদিন লিখেছিলেন, ‘ফুড পয়জনিংয়ের’ কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রেম নিয়ে ছড়ানো গুঞ্জনকে বললেন 'ভুল নিউজ'।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ নিয়ে ফেইসবুক লাইভেও কথা বলেন তানজিনা তিশা। একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা মেনে নিতে পারছেন না, তাই জবাব দেওয়া উচিত ভেবে এই লাইভে আসেন তিশা।
লাইভে তিনি বলেন, “আমি কেন আত্মহত্যা করব? যদি কোনোদিন দেখি আমার সঙ্গে কোনো অন্যায় হয়েছে, আমি তার প্রতিবাদ করব। কিন্তু আত্মহত্যা করব না। এটা আমার পরিবারের শিক্ষা না।”
0 Comments