এনজিও কর্মীর আড়ালে অস্ত্র ব্যবসায়ী আরিফ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: নিউজবাংলা
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে তার ওপর নজর রাখছিল পুলিশ। এনজিও কর্মী পরিচয় বার বার অস্ত্র নিয়ে যেতো আরিফ। তাদের সিন্ডিকেটের ব্যাপারে তথ্য নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরও গ্রেপ্তার করা হবে।’
সুদর্শন চেহারা আর শুদ্ধ বাংলায় বাঁচন ভঙ্গি। পেশায় এনজিও কর্মী। তাতেই পুলিশকে বোকা বানানোর চেষ্টা ছিল ২৫ বছর বয়সী আরিফ উল্লাহের। কিন্তু পুলিশ কর্মকর্তাদের দক্ষতার কাছে অবশেষে হেরে গেলেন এই এনজিও কর্মীর আড়ালে থাকা অস্ত্র ব্যবসায়ী।
তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে এসব তথ্য জনিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান। আরিফের কাছ থেকে দুইটি নতুন তৈরি এলজি উদ্ধার করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
0 Comments